সিলেটে টিলাধসে নিখোঁজ ৩

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ। ছবি: শেখ নাসির/স্টার

টানা বৃষ্টিতে সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের ইসলামপুরের চামেলীবাগে টিলাধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছেন।

আজ সোমবার শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে তিনি ও তার দল ঘটনাস্থলে যান।

সিলেটে টানা বৃষ্টি চলছে। রোববার রাতেও ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং শনিবার তিন ঘণ্টায় ২২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

টানা ভারী বর্ষণে টিলাধসে সিলেট মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলা চামেলীবাগ আবাসিক এলাকায় তিন জন আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, বৃষ্টির কারণে টিলা ধসে আধাপাকা ঘরের ওপরে পড়ে।

সিলেট সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, 'টিলাধসে যে বাড়িতে পরেছে, সেখানে দুটি পরিবার থাকত। দুই পরিবারের ছয় সদস্য আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও আমরা এসে তিন জনকে উদ্ধার করেছি। একটি পরিবারের তিন সদস্য এখনো মাটির নিচে থাকায় উদ্ধারকাজ চলছে।'

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

Khaleda Zia, accompanied by her two daughters-in-law Zubaida Rahman and Syeda Sharmila Rahman, is now on way to her Gulshan residence

1h ago