সিলেট ও সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় চারজন এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।
প্রতীকী ছবি

সিলেট ও সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে একই দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় দুজন করে চারজন এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

জৈন্তাপুরে পৃথক দুটি ঘটনায় আগফাউট গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমেদ (১৩) ও বাবরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫) মারা গেছেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

কানাইঘাটে পৃথক বজ্রপাতে কেউটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (২৮) ও ধলোইমাটির নুর উদ্দিনের (৬০) বজ্রপাতে মৃত্যু হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে চরপাড়া গ্রামের দ্বীন ইসলাম (৬৫) মারা গেছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago