ঘূর্ণিঝড় মোখা

চট্টগ্রামে পুলিশের ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণ কক্ষ চালু

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়ার সদর দপ্তর এবং চট্টগ্রাম জেলা পুলিশের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (ক্রাইম) মোহাম্মদ জাহাঙ্গীর সিএমপির নিয়ন্ত্রণ কক্ষের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ।

ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী যেকোনো ধরনের সেবা গ্রহণ বা তথ্য জানার জন্য নগরবাসী ও জেলার সর্বসাধারণকে এই নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, 'মোখা সংক্রান্ত দুর্যোগকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ হাজার অফিসার-ফোর্স প্রস্তুত। নির্দ্বিধায় ফোন করে সেবা নিতে পারবেন নগরবাসী।'

জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বলেন, 'যেকোনো সময় আমাদের নম্বরে ফোন দিয়ে ঘূর্ণিঝড় সংশ্লিষ্ট সেবা নিতে পারবেন সর্বসাধারণ।'

২৪ ঘণ্টা জেলা পুলিশ ঘূর্ণিঝড় সংক্রান্ত ফোন রিসিভ করবে এবং সেই অনুযায়ী তাৎক্ষণিক সহযোগিতা দেবে।

সিএমপির নিয়ন্ত্রণ কক্ষের নম্বর ০১৬৭৬১২৩৪৫৬, ০১৩২০০৫৭৯৮৮, ৬৩০৩৫২, ৬৩০৩৭৫, ৬৩৯০২২।

জেলার জরুরি সেবাকেন্দ্রের নম্বর ০১৩২০-১০৮৩৯৮, ০১৩২০-১০৮৩৯৯ ও ০২-৪১৩৫৫৫৪৯।

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

3h ago