তেলের দাম বৃদ্ধির খবরে পাম্পে ভিড়

পাম্প
জ্বালানি তেলের দাম বাড়ার পর পাম্পে ভীড়। ছবিটি গতরাত ১১টার দিকে ডেমরা লিংক রোড এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল্লাহ আল আমীন/স্টার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং রাত ১২টার পর বর্ধিত দামে তেল বিক্রির খবরে রাজধানীর পাম্পগুলোতে ভিড় জমিয়েছেন গ্রাহকরা।

আজ শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে সরকার। এ খবর পাওয়ার পর মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন নিয়ে গ্রাহকরা তেলের পাম্পে ভিড় করতে শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, পাম্প মালিকরা রাত ১২টার আগে তেল বিক্রি করতে রাজি হচ্ছেন না। তারা রাত ১২টার পর নতুন নির্ধারিত মূল্যে তেল বিক্রি করতে আগ্রহী।

পাম্পে ভিড
সময়ের সঙ্গে সঙ্গে গাড়ির লাইনও দীর্ঘ হচ্ছে। ছবি: ছবি: আব্দুল্লাহ আল আমীন/স্টার

রাজধানীর বনশ্রী এলাকার এইচটিএস ফিলিং স্টেশনে রাত ১১টায় দেখা যায়, তেলের জন্য কয়েক'শ মোটরসাইকেল দীর্ঘ লাইন। তবে, পাম্পের কর্মীরা তেল বিক্রি করছেন না, এমনকি তাদের দেখাও পাওয়া যায়নি।

উত্তেজিত হয়ে মোটরসাইকেল চালকরা পাম্পের ম্যানেজারকে তার রুম থেকে বের করে নিয়ে এলে তিনি বলেন, 'মালিক নিষেধ করেছেন, তাই তেল বিক্রি বন্ধ রেখেছি।'

পরে মোটরসাইকেলচালকদের চাপে রাত ১১টা ৩৭ মিনিট থেকে তেল দিতে বাধ্য হন পাম্প ম্যানেজার। তবে, দীর্ঘ লাইন দেখে অনেককে তেল না নিয়ে চলে যেতেও দেখা গেছে।

জানা গেছে, রাত সাড়ে ১০টা থেকেই তারা তেল বিক্রি বন্ধ করে দেয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াকে সেখানে অবস্থান নিয়েছে পুলিশ। 

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

1h ago