‘বিদ্যুতের চাহিদায় ভারসাম্য আনতে অফিস সময় পুনর্নির্ধারণ’

 গ্যাস সংকট
নসরুল হামিদ। ফাইল ফটো

অফিসের সময় পুনর্নির্ধারণ করায় বিদ্যুতের লোড এক ঘণ্টা এগিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বুধবার সচিবালয়ে তিনি এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, 'আমি ডেসকো ও ডিপিডিসির বিদ্যুতের লোড পর্যবেক্ষণ করছিলাম। আগে সকাল ১০টা থেকে বিদ্যুতের লোড বাড়ত। আজ তা ৯টা থেকে শুরু হয়েছে। আগে পিক আওয়ার ছিল দুপুরে। এখন সেই ধারার পরিবর্তন আসছে, যা আমরা চাইছি।'

'যদি বিদ্যুতের চাহিদার পিক আওয়ার সন্ধ্যা থেকে পরিবর্তন হয়ে সকালে যায়, তাহলে আমরা রাত ও দিনের বিদ্যুতের চাহিদা মেটানোর ক্ষেত্রে ভারসাম্য আনতে পারব। সেচ কাজের জন্য আজ থেকে আগামী ১৫ দিন গ্রামে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চাই। আমার মনে হয় আমরা সেটা করতে পারব', যোগ করেন তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, 'আমরা আগামী এক সপ্তাহ দেখব। যদি এই কৌশল কাজ করে, তাহলে বিদ্যুতের চাহিদায় আমরা ভারসাম্য আনতে পারব।'

এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, বিদ্যুৎ বিভাগ ধীরে ধীরে লোডশেডিং কমাচ্ছে।

'জ্বালানি সংকটের কারণে আমরা লোডশেডিংয়ে যেতে বাধ্য হয়েছি। এই সংকটে আমরা লোড ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যুৎ বাঁচানোর চেষ্টা করছি', বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago