‘জ্বালানি তেলের দাম ৫ টাকা না কমিয়ে বাড়িয়ে রাখাই ভালো ছিল’

জ্বালানি তেলের দাম ৫ টাকা না কমিয়ে বাড়িয়ে রাখাটাই ভালো ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম ৫ টাকা না কমিয়ে বাড়িয়ে রাখাটাই ভালো ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি হোজে ডব্লিউ ফার্নান্দেজের সঙ্গে দেশটিতে বৈঠকের অভিজ্ঞতা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, 'তেলের দাম ৫ টাকা বাড়ানো-কমানোর তো কোনো প্রভাব নেই। বরং এটি যতটুকু বাড়ানো হয়েছিল সেখানেই রাখা উচিত ছিল। কারণ আমরা তো জানি না যে সামনের পরিস্থিতি কি হবে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বাড়বে না কমবে, কি হবে, সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না।'

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এনবিআরের পুরো ট্যাক্স কমালে জ্বালানি তেলের দাম বাড়ানোর দরকার নেই। কিন্তু কর না দিলে বাজেটের টাকার সংস্থান কি হবে সেটাও তো ভাবতে হবে।'

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, 'খাদ্য, সার ও জ্বালানির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দেয়নি। রাশিয়া ও অন্যান্য দেশ থেকে জ্বালানি তেল আনার কথা ভাবছে সরকার।'

'আমার মনে হয় না রাশিয়া বা অন্য কোনো উৎস থেকে জ্বালানি তেলের সংস্থান করা হলে আমেরিকার কোনো আপত্তি থাকবে', যোগ করেন তিনি।

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে দেশটির আন্ডার সেক্রেটারি হোজে ডব্লিউ ফার্নান্দেজের সঙ্গে কথা হয়েছে বলে জানান তৌফিক ইলাহী।

এ বিষয়ে তিনি বলেন, 'বাংলাদেশের স্থানীয় নির্বাচন স্বচ্ছ হয়েছে। নির্বাচন কমিশন এখানে স্বাধীন। সকল আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করেই নির্বাচন হবে।'

Comments