এলপিজির দাম আন্তর্জাতিক বাজারে কমলেও বাংলাদেশে বেড়েছে

আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সৌদি সিপির দাম কমলেও ডলারের বিনিময়ে উচ্চ হারের কারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বাড়িয়েছে।
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম
ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সৌদি সিপির দাম কমলেও ডলারের বিনিময়ে উচ্চ হারের কারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বাড়িয়েছে।

বেসরকারি কোম্পানিগুলো আজ বুধবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি করবে প্রতি কেজি ১০২ টাকা ৮৮ পয়সায়। নতুন এ হারে ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২৩৫ টাকা, যা গত মাসে ১ হাজার ২১৯ টাকা ছিল।

কিন্তু, ভোক্তাদের অভিযোগ, গত মাসে কোম্পানিগুলো বিইআরসির নির্ধারণ করে দেওয়া দর অনুসরণ করেনি। তারা বেশি দামে সিলিন্ডার বিক্রি করেছে।

জ্বালানি নিয়ন্ত্রক কমিশন বলেছে, গত মাসে বিশ্ব বাজারে এলপিজির দাম কমার পর তারাও দাম কমিয়েছে। চলতি মাসে আবার দাম কমলেও ডলারের বিনিময় হার বেশি থাকায় দাম কমানো সম্ভব হয়নি।

আগে বিইআরসি ডলারের দর ৯৭ টাকা নির্ধারণ করলেও এখন তা ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে, রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস লিমিটেড এলপিজির দাম অপরিবর্তিত রেখেছে। সেখানে এলপিজির সাড়ে ১২ কেজি ট্যাংকের দাম এখনো ৫৯১ টাকা।

গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য এখন প্রতি লিটার 'অটো-গ্যাস'র দাম পড়বে ৫৭ টাকা ৫৫ পয়সা, যা গত মাসে ছিল ৫৬ টাকা ৮৫ পয়সা।

২০২১ সালের ১২ এপ্রিল প্রথম প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।

সৌদি সিপি অনুযায়ী, এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের গড় দাম ছিল প্রতি মেট্রিক টন ৬৬৩ ডলার, যা কমে চলতি মাসে ৬৩৭ ডলারে দাঁড়িয়েছে।

Comments