ঢাকায় বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে: বিদ্যুৎ মন্ত্রণালয়

রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
প্রতীকী ছবি। স্টার ফাইল ফটো

রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকায় লোড বেশি লাগবে। তাই ঢাকায় ধীরে হবে। সিস্টেমের স্ট্যাবিলিটি মোটামুটি সন্তোষজনক না হলে ঢাকায় হেভি লোডে রিস্টোর ঝুঁকিপূর্ণ।'

'ইতোমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর (আংশিক), ঢাকা (আংশিক), চট্টগ্রাম (প্রায় রিকোভার), সিলেট (আংশিক)। নারায়ণগঞ্জ (আংশিক) রিকোভার হয়েছে', বলেন তিনি।

Comments