গজারিয়ায় ৫ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস
মূল লাইন থেকে ৩ ইঞ্চি ব্যাসার্ধের পাইপের মাধ্যমে এসব অবৈধ সংযোগ নেওয়া হয়। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ৫ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার সকাল থেকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ২ ইউনিয়নের ৪ গ্রামে এ অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার দায়ে ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, গজারিয়া এলাকায় স্থানীয় দালালচক্র টাকার বিনিময়ে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়। এতে ওই এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহ কমে গিয়ে উৎপাদন ব্যাহত হচ্ছিল।

প্রকৌশলী সুরুজ আলম ডেইলি স্টারকে জানান, মূল লাইন থেকে ৩ ইঞ্চি ব্যাসার্ধের পাইপের মাধ্যমে টেঙ্গারচর ও ভবেরচর ইউনিয়নের মিরেরগাঁও, উত্তরশাহপুর, বৈদ্দেরগাঁও, আনারপুরা গ্রামের ঘরে ঘরে অবৈধ আবাসিক সংযোগ নেওয়া হয়েছিল। এই গ্রামগুলোর প্রায় ৫ হাজার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago