সরকার বিদ্যুতের দাম বাড়ানোয় বিইআরসির গণশুনানি কার্যক্রম স্থগিত

সরকার নির্বাহী আদেশে গত ৮ জানুয়ারি বিদ্যুতের দাম বাড়ানোয়, এ প্রক্রিয়ায় গণশুনানি পরবর্তী কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ রোববার বিইআরসির সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ কমিশনের সভায় গণশুনানির পরবর্তী সব প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।'

গত ৮ জানুয়ারি বিদ্যুতের খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাবনা নিয়ে গণশুনানি করে বিইআরসি। নতুন দাম ঘোষণার জন্য ৬০ দিন সময় ছিল কমিশনের।

কিন্তু এর ৪ দিন পর ১২ জানুয়ারি সরকার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ায়।

গত মাসে বিইআরসি আইন ২০০৩ সংশোধন করে অধ্যাদেশ জারির মাধ্যমে কমিশনের সিদ্ধান্ত ছাড়াই বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করার ক্ষমতা পায় সরকার।

সরকারের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ বিইআরসির সভায় ৮ জানুয়ারির গণশুনানির পরবর্তী প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।


 

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

6h ago