এবার ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৬৬ টাকা

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪৯৮ টাকা লাগবে। এই গ্যাসের আগের দাম ছিল ১ হাজার ২৩২ টাকা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬৬ টাকা।
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম
ফাইল ছবি

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪৯৮ টাকা লাগবে। এই গ্যাসের আগের দাম ছিল ১ হাজার ২৩২ টাকা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬৬ টাকা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগের গত ২ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারে দাম ৬৫ টাকা কমানো হয়েছিল। আর ডিসেম্বরে এই গ্যাসের দাম ৪৬ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ২৯৭ টাকা।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করে বাংলাদেশ। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো এর দাম নির্ধারণ করে। একে ভিত্তি করে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

বিইআরসি জানায়, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ১২৫ টাকা, যা এত দিন প্রায় ১০৩ টাকা ছিল। গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৭০ টাকা, যা এত দিন ৫৭ টাকার কিছু বেশি ছিল। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম বাড়ানো হয়নি।

শহরে বাসাবাড়িতে যাদের রান্নার গ্যাসের সংযোগ নেই তারা এলপিজি ব্যবহার করেন। এছাড়া গ্রাম পর্যায়েও এখন অনেকেই রান্নার জন্য এলপিজির ওপর নির্ভরশীল।

গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহ ঘাটতির অজুহাতে নির্ধারিত দামে এলপিজি বিক্রি করছে না খুচরা বিক্রেতারা। নতুন করে দাম বাড়ানোর আগেই ঢাকায় বিভিন্ন এলাকায় ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭৫০ টাকায় বিক্রি হচ্ছিল।

গতকাল বুধবার রাজধানীর মগবাজার এলাকার এলপিজির খুচরা বিক্রেতা মো. খোরসেদ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম চাইছিলেন ১ হাজার ৮০০ টাকা।

বাড়তি দাম চাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, কোম্পানি চাহিদা অনুযায়ী এলপিজি সরবরাহ করছে না।

 

Comments