ঢাকার যেসব এলাকায় আগামীকাল গ্যাস থাকবে না
গ্যাস পাইপ লাইনের কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এলাকাগুলো হলো: মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকা।
এ ছাড়া, এসব এলাকার আশেপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।
Comments