রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময়সূচি

Ctg gas supply
চট্টগ্রামের একটি সিএনজি স্টেশন। ছবি: স্টার

পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশন বন্ধ রাখার নতুন সময়সূচি জানিয়েছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

পিক আওয়ারে গ্যাসের স্বল্প চাপের সমস্যার পরিপ্রেক্ষিতে এতদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা ছিল।

নির্দেশনায় আরও বলা হয়, ঈদে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সব সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।

এর পর ১৯ এপ্রিল থেকে আবার আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

Comments

The Daily Star  | English

Over 45 lakh cases pending in courts

Each HC judge is burdened with 6,552 cases, while Appellate Division judges are handling 4,446 cases each, and lower court judges 1,977 cases each.

1d ago