সেপ্টেম্বর-ডিসেম্বরে ১৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দৈনিক ১ কোটি ঘনফুট গ্যাস সাশ্রয়

ছবি: সংগৃহীত

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্ত করে উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করছে তিতাস গ্যাস।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ১৬ হাজার ১০২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এর মধ্যে ১২৮টি শিল্প-কারখানা, ৭৮টি বাণিজ্যিক ও ১৫ হাজার ৮৯৬টি আবাসিক সংযোগ। এর বাইরে ৩৯ হাজার ৭৬৪টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। 

তিতাস জানায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ২৩৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৪৮,৬৪,১১৯ লাখ টাকা।

তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব পরিচালনা করা হয়।

Comments

The Daily Star  | English
no internet

How Gen Z kept connected after the internet shutdown

In an instant, one of the most densely populated countries completely vanished from the rest of the world.

2h ago