রামপুরা সাবস্টেশনের কারিগরি ত্রুটি মেরামতের পর স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

ব্ল্যাকআউট। ফাইল ছবি: স্টার
ব্ল্যাকআউট। ফাইল ছবি: স্টার

রামপুরা সাবস্টেশনে কারিগরি ত্রুটির কারণে রাজধানী ঢাকার গুলশান, বনানীসহ কিছু এলাকায় রোববার রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি রাত ১১টা ৪৫ মিনিটে ওই ত্রুটি সারিয়ে তুলতে পেরেছে। 

রাত ৯টা ৫০ মিনিটে রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয় বলে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে।

ওই ত্রুটির কারণে ডেসকোর বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিডের আংশিক, পূর্বাচল গ্রিড, বনানী গ্রিড, আফতাবনগর গ্রিড, গুলশান গ্রিডও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর প্রায় ২ ঘণ্টা কাজ করে প্রকৌশলীরা ত্রুটি চিহ্নিত করে বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনতে সক্ষম হন।

সংস্থাটি জানিয়েছে, পর্যায়ক্রমে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

এর আগে কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানান, গ্রিডে ত্রুটির কারণে গুলশান, রামপুরা, খিলগাঁও, মগবাজার, কাকরাইল ও রমনা এলাকার কিছু অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

সে সময় পাওয়ার গ্রিড বাংলাদেশ আরও জানায়, সমস্যা সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন। দ্রুততম সময়ে সমস্যা সমাধান করা সম্ভব হবে বলেও সংস্থাটি আশাবাদ প্রকাশ করে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখার সময় বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ফিরে আসেনি। ইস্কাটন, আজিমপুর ও খিলগাঁও এর তিন বাসিন্দা জানান, প্রায় আড়াই ঘণ্টা পর তাদের বাসায় বিদ্যুৎ সরবরাহ ফিরে এসেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, 'পরিস্থিতি এখন স্বাভাবিক এবং সব কিছু নিয়ন্ত্রণে আছে।'

Comments

The Daily Star  | English

Why 1971 still casts a shadow in Bangladesh-Pakistan relations

The truth of the 1971 remains buried in denial, distortion, and evasion

2h ago