গ্যাস সংকটে ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে নরসিংদীর পলাশ উপজেলায় ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক হাজার ৬১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের মোট সাতটি ইউনিটের উৎপাদনই বর্তমানে বন্ধ রয়েছে।

'গত দুই বছর ধরে এই বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সংকট চলছে। গত ১৩ জুন ৩৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন চার নম্বর ইউনিট, ৯ জুন ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাঁচ নম্বর ইউনিট ও ১৪ জুন থেকে ৩৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সাত নম্বর ইউনিটের উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়,' বলেন এনামুল।

তিনি আরও বলেন, দুই মাস আগে বিদ্যুৎকেন্দ্রের ৩৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তিন নম্বর ইউনিটের টারবাইনের রোটারের ব্লেডে সমস্যা দেখা দেয়। তবে এর মেরামত শেষ পর্ষায়ে।

সূত্র জানিয়েছে, ২০১০ সালের জুনে ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ছয় নম্বর ইউনিটে আগুন লেগে টারবাইন পুড়ে যায়। এরপর এই ইউনিটটি আর চালু করা সম্ভব হয়নি। অপরদিকে বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত আট বছর যাবৎ এক ও দুই নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এনামুল আরও বলেন, 'সরকার সার কারখানায় গ্যাস সরবরাহ করার কারণে বিদ্যুৎকেন্দ্রের গ্যাস বন্ধ করে দিয়েছে। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছি, যাতে বিকল্পভাবে আমাদের গ্যাস সরবরাহ করা হয়। গ্যাস সরবরাহ শুরু হলেই আমরা পুরো দমে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবো।'

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago