মগবাজার-মৌচাক-মালিবাগে বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস
প্রতীকী ছবি | সংগৃহীত

পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণের জন্য আগামীকাল বৃহস্পতিবার ঢাকার কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

একইসঙ্গে আরও কয়েকটি এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে।

আজ বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশের এলাকায়  বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজ বুধবারও মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশের এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে গতকাল তিতাস গ্যাস জানিয়েছিল।

Comments

The Daily Star  | English

ICT chief prosecutor office seeks Interpol Red Notice for Hasina's arrest

"As an international policing agency, Interpol has been requested to take necessary steps to ensure her arrest"

19m ago