ময়মনসিংহে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষক মারা গেছেন।
Elephant Final.jpg
বন্য হাতি। স্টার ফাইল ছবি

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষক মারা গেছেন।

আজ শুক্রবার ভোর রাতে উপজেলার কড়ইতলী কুচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ওই কৃষকের নাম আলহাজ্ব মো নওসের আলী (৬৪) ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান বলেন, 'রাত আড়াইটার দিকে পাহাড় থেকে একদল হাতি কড়ইতলী কুচপাড়া এলাকার আমন ধান ক্ষেতে নেমে আসে ।

নওসের আলীসহ অন্যান্য গ্রামবাসী হাতি তাড়ানোর গেলে হাতির পাল তাদের ওপর আক্রমণ করে । এসময় নসের আলী হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছেন।'

খবর পেয়ে পুলিশ আজ সকালে তার মরদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি।

স্থানীয় ভবনকোড়া ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ মিয়া ডেইলি স্টারকে বলেন, 'গত ১ বছর ধরে ২-৩টি হাতির পাল হালুয়াঘাট ও এর পাশের নালিতাবাড়ী উপজেলায় ঘোরাফেরা করছে। হাতির পাল ধানক্ষেতসহ সবজি বাগানেও আক্রমণ করছে কিন্তু প্রশাসন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।'

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

1h ago