ধানখেতে আসার পর বন্যহাতি হত্যা, আটক ১

কক্সবাজার জেলার উখিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিতে পুঁতে ফেলার অভিযোগে আবুল শামা নামের একজনকে আটক করেছে বনবিভাগের কর্মীরা।
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজার জেলার উখিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিতে পুঁতে ফেলার অভিযোগে আবুল শামা নামের একজনকে আটক করেছে বনবিভাগের কর্মীরা।

আজ রোববার বিকেলে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী রেঞ্জের অধীন বনভূমিতে এ ঘটনা ঘটে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীন ইনানী বন রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গভীর অরণ্য থেকে ধানখেতে নেমে আসায় একটি বন্যহাতিকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলার খবর পেয়ে বন বিভাগ অভিযান চালায়। এ সময় ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল শামাকে আটক করা হয়।'

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে উখিয়া থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

11h ago