শেরপুরে বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু, কৃষক কারাগারে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গারো পাহাড়ে কৃষকের পাতা বৈদ্যুতিক ফাঁদে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জের কর্মকর্তা (রেঞ্জার) মো. দেওয়ান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাত ১০টার দিকে গারো পাহাড়ের মধুটিলা এলাকার পূর্ব সমশ্চুড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে জানিয়েছে, সম্প্রতি বন্য হাতির পাল উপজেলার সীমান্তর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে থাকলেও সন্ধ্যা নামার পর হাতির পাল ধানখেত ও লোকালয়ে নেমে আসে। বন্য হাতির কবল থেকে ফসল রক্ষায় কৃষকেরা বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করেন। ধানখেত তার দিয়ে ঘিরে রাখা হয় এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
তারা আরও জানিয়েছেন, খাবারের সন্ধানে গত রাত ১০টার দিকে বন্য হাতির পাল পূর্ব সমশ্চূড়া পাহাড় এলাকায় ধানখেতে নেমে আসে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই একটি হাতির মৃত্যু হয়।
দেওয়ান আলী আরও বলেন, 'ওই জমির মালিক জিয়াউর রহমানকে (৩৫) গ্রেপ্তার এবং জেনারেটর ও তার জব্দ করা হয়েছে।'
'নালিতাবাড়ী থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে দায়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে তাকে শেরপুরের একটি আদালতে তোলা হয়েছিল। আদালত তাকে হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন,' বলেন তিনি।
Comments