মৌলভীবাজারে ১২ ফুট লম্বা অজগর পিটিয়ে হত্যা

অজগর সাপকে হত্যার পর সেটিকে ঘিরে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি অজগর সাপকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবরথল (করইছড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে দেখা যায়, একটি অজগর সাপকে হত্যার পর সেটিকে ঘিরে স্থানীয়রা দাঁড়িয়ে আছেন। পাশে একটি মৃত ছাগল পড়ে রয়েছে। 

এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মীরা। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বলছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয়রা জানান, গত কয়েকদিনে গ্রাম থেকে পাঁচ-ছয়টি ছাগল নিখোঁজ হয়। স্থানীয়রা ভেবেছিলেন হয়তো চুরি হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেলে তারা দেখতে পান একটি অজগর সাপ ছাগল গিলে খাওয়ার চেষ্টা করছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা জড়ো হয়ে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র কুপিয়ে সাপটিকে মেরে ফেলেন।

এ বিষয়ে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, 'শুনেছি বোবরথল গ্রামের কয়েকটি ছাগল খেয়ে ফেলে অজগর। ঘটনার সময়ও সাপটি একটি ছাগলকে গিলে খাচ্ছিল, তা দেখে স্থানীয়রা সেটিকে মেরে ফেলেছেন।' 

বন বিভাগের বড়লেখা রেঞ্জের কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা ছিল। 

স্থানীয় পরিবেশকর্মী সাঈব আহমদ ইয়াসের বলেন, 'বন্যপ্রাণী পরিবেশের অংশ, তারা আমাদের শত্রু নয়। একটি ছাগল খাওয়াকে কেন্দ্র করে অজগরের মতো একটি বিশাল সাপকে পিটিয়ে মারা সত্যিই দুঃখজনক। এটি শুধু অমানবিক নয়, আইনগতভাবেও অপরাধ। এ ঘটনা প্রমাণ করে- আমাদের এখনো বন্যপ্রাণী সম্পর্কে যথেষ্ট সচেতনতা নেই।' 

তিনি বলেন, 'বন বিভাগের উচিত দুর্গম এলাকায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে মানুষকে বন্যপ্রাণী সম্পর্কে সচেতন করা। অন্যথায় এ ধরনের ঘটনা থামানো সম্ভব হবে না।'

বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল মৃধা বলেন, 'ঘটনাটি শুনে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।'  

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, 'ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

8h ago