দেশের প্রথম নদীভিত্তিক রিসোর্স সেন্টারের যাত্রা শুরু

দেশে প্রথমবারের মতো একক নদীভিত্তিক 'রিভার রিসোর্স সেন্টারে'র যাত্রা শুরু হয়েছে।
আজ রোববার পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার চট্টগ্রামের হালদা নদীর পাড়ে নির্মিত সেন্টারটি উদ্বোধন করেন।
এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।
রিসোর্স সেন্টারটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবি, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, 'এই রিসোর্স সেন্টারে হালদা নদীর স্থানীয় ডিম সংগ্রহকারীদের জন্য একটি পুকুর এবং ডিম ফুটানোর জন্য হ্যাচারি রয়েছে। এছাড়া একটি রিভার মিউজিয়াম হবে। এতে হালদা নদীর জীববৈচিত্র্য এবং ঐতিহ্য প্রাধান্য পাবে। নদীর তীরে একটি মনিটরিং চত্বর আছে।'
Comments