আগামীকালও সারাদেশে বৃষ্টি থাকবে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তররের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।
ছবি: স্টার

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

নিম্নচাপটির অবস্থান সম্পর্কে কানাডার সাসক্যাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বঙ্গোপসাগরে যে নিম্মচাপ সৃষ্টি হয়েছিল সেটা ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূল দিয়ে ভারতের স্থলভাগ অতিক্রম করে আবার লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপটি গত ২ দিন ধরে ক্রমাগত পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বুধবার দুপুর ২টা পর্যন্ত ভারতের রাজস্থানের উপর অবস্থান করছিল।'

'এই লঘুচাপটি স্থলভাগে প্রবেশের ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত যথেষ্ট শক্তি ধরে রেখেছে ও প্রতিনিত ঘূর্ণায়মান মেঘের সৃষ্টি করে যাচ্ছে। এই শক্তিশালী অবস্থা কমপক্ষে আরও ২৪ ঘণ্টা অপরিবর্তিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।'

এই ঘূর্ণায়মান মেঘ বঙ্গপোসাগর থেকে প্রতিনিয়ত জ্বলীয়বাষ্পযুক্ত বাতাস বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর বয়ে নিয়ে যাচ্ছে। যা থেকে ভারী বৃষ্টিযুক্ত মেঘের সৃষ্টি করছে। যার ফলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই গবেষক।

আজ ও আগামীকালের বৃষ্টিপাত সম্পর্কে তিনি বলেন, 'আজ বুধবার রাত ও আগামীকাল বৃহস্পতিবার দেশের প্রায় সবগুলো জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ঢাকা শহরে একাধিকবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।'

'এ ছাড়া আজ বুধবার বিকেলের পর থেকে আগামীকাল সন্ধা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী (৩০ থেকে ৫০ মিলিমিটার) ও রংপুর ও সিলেট বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের (১০ থেকে ৩০ মিলিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে', বলেন মোস্তফা কামাল পলাশ।

 

 

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago