দেশে শীতের অনুভূতি থাকবে আরও ৪-৫ দিন: আবহাওয়া অধিদপ্তর

দেশে আরও ৪ থেকে ৫ দিন শীতের অনুভূতি থাকবে। দেশের তাপমাত্রা আগামীকাল বৃহস্পতিবার ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। এ সময় কুয়াশা দেখা যেতে পারে।
সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড
স্টার ফাইল ছবি | কামরুল ইসলাম রুবাইয়াত

দেশে আরও ৪ থেকে ৫ দিন শীতের অনুভূতি থাকবে। দেশের তাপমাত্রা আগামীকাল বৃহস্পতিবার ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। এ সময় কুয়াশা দেখা যেতে পারে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত কয়েকদিন তাপমাত্রা বাড়তির দিকে ছিল। আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে আসতে পারে। এই সময় শীতের অনুভূতি থাকবে। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। গতকাল সারাদেশে এক ধরনের জলীয়বাষ্প দেখা গেছে। এই জলীয়বাষ্প কুয়াশা আকারে ঝরছে।'

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।'

ঢাকার আবহাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।  

Comments