ঘূর্ণিঝড় মোখা

বাগেরহাটে প্রস্তুত ৪৪৬ আশ্রয়কেন্দ্র

স্টার অনলাইন গ্রাফিক্স

ঘূর্ণিঝড় 'মোখা' মোকাবিলায় বাগেরহাটের ৯ উপজেলায় প্রস্তুত করা হয়েছে ৪৪৬টি আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৩৫ হাজার ৯৭৫ জনের ধারণ ক্ষমতা রয়েছে।

মোখা মোকাবিলায় গতকাল বুধবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা হয়েছে। সভায় সবাইকে সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় জানানো হয়েছে, ত্রাণ বাবদ ৫২২.৮০০ মেট্রিক টন চাল মজুদ এবং নগদ অর্থ বাবদ ১০ লাখ ১০ হাজার টাকা রয়েছে। ১ হাজার ৯২০ জন সিপিপির সদস্য এবং প্রায় ৫০০ জন রেড ক্রিসেন্ট সদস্য, রোভার, বিএনসিসি, স্বেচ্ছাসেবক সংগঠন, এনজিও-কে প্রস্তুত রাখা হয়েছে। উপকূলবর্তী এলাকা প্লাবিত হয়ে ফসলের যাতে ক্ষতি যাতে না হয় সেজন্য উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা কৃষি অফিসারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলে তা দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড-কে প্রস্তুত থাকার অনুরোধ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

56m ago