ঢাকার কিছু এলাকা এখনো পানিবন্দি
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হওয়া ভারী বর্ষণের ফলে এখনো রাজধানী ঢাকার কিছু এলাকা পানিবন্দি হয়ে আছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
আজ শুক্রবার সকালে সরেজমিনে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বংশাল, মকিম বাজার, চাঁনখারপুল, নিউমার্কেটসহ কয়েকটি এলাকা এখনো পানির নিচে। এর মধ্যে কিছু এলাকার সড়ক পুরোপুরি পানির নিচে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
গতকালের এই ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার এবং কোথাও কোথাও আগুন লাগার খবরও পাওয়া গেছে।
আজ সকালে দেখা গেছে, বংশালের বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে আছে। এর মধ্যে কিছু জায়গায় কোমর পর্যন্ত পানি।
একই অবস্থা নিউমার্কেটেরও। মার্কেটের ভেতরে ও বাইরের সড়কে পানি দেখা গেছে। নীলক্ষেতের সামনে পানি জমে যাওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। রিকশা ও ভ্যানে করে এই সড়কে চলাচল করছেন স্থানীয়রা।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, নীলক্ষেত থেকে আজিমপুর রোড পর্যন্ত সড়কে এখনো পানি জমে আছে। দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, এই সড়কে চলাচল করতে গিয়ে বেশ কয়েকটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। কোনো পরিবহন না পেয়ে মানুষ ঝুঁকি নিয়ে রিকশা ও ভ্যানে করে পারাপার করছে। আবার রিকশা ও ভ্যানের অভাবে অনেককে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেও দেখা গেছে।
Comments