উত্তরাঞ্চল এবং ৩ বিভাগে আজ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরাঞ্চল এবং ৩ বিভাগে আজ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
স্টার ফাইল ছবি

আশ্বিনের শুরুতে শরতের সাদা মেঘে নীল আকাশ ছেয়ে থাকার কথা থাকলেও প্রায় প্রতিদিনই যেন শ্রাবণের কালো মেঘ এসে জড়ো হচ্ছে রাজধানী ঢাকার আকাশে, ঝরছে বৃষ্টি।

গত বৃহস্পতিবার স্মরণীয় বৃষ্টি দেখেছে রাজধানীবাসী। আবহাওয়া সহকারী মো. ফরমান আলী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, '২১ সেপ্টেম্বর ঢাকায় ২৪ ঘণ্টায় ১২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।'

কেবল ঢাকা নয়, প্রায় সারা দেশে রোজই বৃষ্টি হচ্ছে।

আজ শনিবার রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে।

তবুও যেন গরমের অস্বস্তি কাটছে না। অধিদপ্তর বলছে, সারা আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃষ্টি হলেও কেন গরম কমছে না জানতে চাইলে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির ডেইলি স্টারকে বলেন, 'একটি কারণ হলো, বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে। তবে সারা দেশেই তাপমাত্রা কমেছে। তারপরও গরমের অনুভূতি যাচ্ছে না; এর প্রধান কারণ বাতাসে আদ্রতা বেশি। আদ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তিকর অনুভূতি হচ্ছে।'

সর্বোচ্চ তাপমাত্রা বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত পাঁচ দিনে সারা দেশে তাপমাত্রা কমেছে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের ১৭ তারিখে সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল আবহাওয়া অধিদপ্তর।

সে সময় ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, মৌলভীবাজার, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।

গতকালের তথ্যে অনুসারে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে এসেছে।

তবে আজ সকাল ৬টায় ঢাকার বাতাসে আদ্রতা ছিল ৮৯ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ডেইলি স্টারকে বলেন, '১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নেবে।'

আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয়, অন্যান্য জায়গায় মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তরিফুল নেওয়াজ কবির বলেন, 'এখন রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।'

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, আজ রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Over 45 lakh cases pending in courts

Each HC judge is burdened with 6,552 cases, while Appellate Division judges are handling 4,446 cases each, and lower court judges 1,977 cases each.

1d ago