বঙ্গোপসাগরে লঘুচাপ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে শীত বাড়ার সম্ভাবনা

বঙ্গোপসাগরে বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এ কারণে শীত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
কুয়াশা কমেছে, শুক্রবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে
ছবি: এস দিলীপ রায়/স্টার

বঙ্গোপসাগরে বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এ কারণে শীত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

আজ মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি এই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর ফলে খুব বেশি কিছু হবে না। ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় খুবই সামান্য বৃষ্টি হতে পারে। এই সময়ে ঢাকার আকাশও মেঘলা থাকবে। সামান্য বৃষ্টি হতে পারে।'

তিনি আরও বলেন, 'আগামী ৮-৯ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশেই শীত কিছুটা বাড়তে পারে। দুই থেকে তিন দিন সেই পরিস্থিতি থাকবে। পরে আবারও তাপমাত্রা বাড়বে।'

Comments