ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে গরম
রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগের দুএক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুসারে, এসব এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আজ বুধবার দুপুরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন আর সারা দেশে বৃষ্টি হচ্ছে না। এলাকার সংখ্যা কমে এসেছে। এছাড়া, আজ আকাশ প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।'
এদিন পূর্বাভাস অনুসারে, ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে ঝরতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি।
আবহাওয়াবিদদের মতে, সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গতকাল রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
এদিন সকালে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
Comments