সীতাকুণ্ডে পানির ঢলে ভেঙে গেছে সাগর সংলগ্ন বেড়িবাঁধ

সীতাকুণ্ডে পানির ঢলে ভেঙে গেছে সাগর সংলগ্ন বেড়িবাঁধ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ | ছবি: সংগৃহীত

উজান থেকে নামে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন বেড়িবাঁধের একটি অংশ ভেঙে গেছে।

উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় শিকদার খালের মুখে বাঁধের প্রায় ১২ মিটার অংশ ভেঙে যাওয়ায় জোয়ারের সময় পানি ঢুকছে লোকালয়ে। বন্যার পাশাপাশি ভারী বৃষ্টি আরও ঝুঁকি তৈরি করছে। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী এসএম তারেক বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রচণ্ড চাপে নিষ্ক্রিয় স্লুইসের উপরের বাঁধের একটি অংশ ভেঙে গেছে।'

তিনি জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে তাৎক্ষণিকভাবে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে।

'স্লুইস গেট ও বাঁধ পুনর্নির্মাণের জন্য আমরা ইতোমধ্যে মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়েছি। তবে আমরা এখনো তহবিল পাইনি,' যোগ করেন তিনি।

সীতাকুণ্ড উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, ভারী বর্ষণে অন্তত ১৫০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, 'বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক ধানখেত পানিতে তলিয়ে গেছে। আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী কৃষকদের সহায়তা করছি।'

Comments

The Daily Star  | English

Trump puts 35% tariff on Canada, eyes 15%-20% tariffs for others

“We're just going to say all of the remaining countries are going to pay, whether it’s 20% or 15%. We’ll work that out now,” Trump says

2h ago