সন্ধ্যায় আঘাতের সম্ভাবনা, মধ্যরাতে খেপুপাড়া অতিক্রম করতে পারে রিমাল

‘সকাল থেকেই ব্যান্ড ক্লাউড আসতে শুরু করেছে অর্থাৎ ঝড়ের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করেছে।'
রিমালের গতিপথ

প্রতি ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ইতোমধ্যে ঘূর্ণিঝড় থেকে কিছু মেঘ উড়ে এসে (ব্যান্ড ক্লাউড) উপকূলীয় এলাকায় বৃষ্টি ঝরাতে শুরু করেছে।

আজ শনিবার সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, এই গতিতেই যদি ঘূর্ণিঝড়টি আগায় তাহলে সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানতে পারে।

তিনি বলেন, 'সকাল থেকেই ব্যান্ড ক্লাউড আসতে শুরু করেছে অর্থাৎ ঝড়ের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করেছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাচ্ছে, যেখানে বাতাসের গতি থাকছে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ব্যান্ড ক্লাউট যে একটানা আসে এমন না। কখনো কখনো এক ঘণ্টা পরে পরেও আসে। মূল ঝড় আঘাত হানতে হানতে সন্ধ্যা হয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'আজ সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ ঝড়টি মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। আমরা ধারণা করছি, স্থলভাগের ওঠার সময় এর গতি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার থাকতে পারে।'

 

 

 

Comments

The Daily Star  | English

How 4 death row convicts escaped only to be caught in 1.5 hours

Four death row inmates broke out of Bogura jail by making a hole in the ceiling of their condemned cell early today

1h ago