সকাল থেকেই মেঘলা ঢাকার আকাশ, যা বললো আবহাওয়া অফিস

সকাল থেকেই মেঘলা ঢাকার আকাশ, যা বললো আবহাওয়া অফিস
স্টার ফাইল ফটো

রাজধানী ঢাকার আকাশ আজও মেঘলা। আজ শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দিন আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। দুপুরে বা দুপুরের পরে বৃষ্টি হতে পারে। তবে পরিমাণ খুব বেশি হবে না।'

পূর্বাভাস বলছে, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তবে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বিশেষত রাজশাহী ও খুলনা বিভাগের বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

Comments

The Daily Star  | English
Bangladesh exports increased in April

Bangladesh’s exports fell in August

Export earnings dip in August driven by sluggish garment sector

1h ago