পুড়ছে উত্তর-পশ্চিমাঞ্চল, বৃষ্টি বেড়ে স্বস্তি ফিরবে

ছবি: এমরান হোসেন/স্টার

রাজশাহী, ঈশ্বরদী, রংপুর ও নীলফামারীর ডিমলা উপজেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। অর্থাৎ, এসব জেলার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

আজ বুধবার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে।

আবহাওয়াবিদদের মতে, দুএক দিনের মধ্যেই দেশের অধিকাংশ এলাকা থেকে তাপদাহ প্রশমিত হবে। বিচ্ছিন্নভাবে দেশের পশ্চিমাঞ্চলের দুএক জায়গায় তাপদাহ থেকে যেতে পারে।

ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ শতাংশ। জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় গতকালের তুলনায় রাজধানীতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে।

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুএক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি দমকা হওয়া বয়ে যেতে পারে।

এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করবে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে।'

'দেশের পশ্চিমাঞ্চলের জেলা যেমন রাজশাহী, চুয়াডাঙ্গায় বিচ্ছিন্নভাবে তাপদাহ থাকতে পারে। তবে অধিকাংশ জায়গায় প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

‘Reforms not going beyond report writing’

Chairmen and members of several reform commissions yesterday voiced frustration over the lack of visible progress, more than a year after the interim government took office.

10h ago