ডেঙ্গু

ড্রোন দিয়ে ছাদবাগান মনিটর করবে চট্টগ্রাম সিটি করপোরেশন

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ছাদবাগানে জমে থাকা পানি ড্রোন দিয়ে মনিটর করা হবে বলে জানিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

এডিস মশার লার্ভা ধ্বংস করতে ১০০ দিনের ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন করে এই কথা জানান চট্টগ্রাম সিটি মেয়র। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নার্সিং কলেজের সামনে মশা নিধন কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

মেয়র বলেন, অনেকের ছাদে বাগানে জমে থাকা পানি পরিষ্কার করেন না। এমনকি চসিকের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করতে গেলেও তারা বাধা দেন।

'এখন থেকে আমরা ড্রোন দিয়ে ছাদ বাগান মনিটর করব, যারা ছাদ বাগান পরিষ্কার করবে না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি গবেষণা দল গঠন করেছি। তাদের পরামর্শ অনুযায়ী আমরা আগামী ৫ মাসের জন্য মশা নিধনের ওষুধ কিনেছি। আমরা ৪১টি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করব।'

ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন শেষে নগরবাসীর কাছে লিফলেট বিতরণ করেন মেয়র।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, 'এ বছর হাসপাতালে ডেঙ্গুতে যেসব রোগী মারা গেছেন, তারা একেবারে শেষ মুহূর্তে চিকিৎসা নিতে এসেছিলেন। অসুস্থতার প্রাথমিক পর্যায়ে হাসপাতালে ভর্তি হলে হয়তো তাদের বাঁচানো যেত।'

ডেঙ্গু জ্বরের উপসর্গ থাকলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, 'জনগণের প্রতি আহ্বান, ডেঙ্গুর উপসর্গ থাকলে সরকারি হাসপাতালে ভর্তি হন, চিকিৎসা নিন, সুস্থ থাকুন।'

জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার বলেন, বাড়ির আশেপাশে মশার বংশবিস্তার করার জায়গা থাকলে তা পরিষ্কার করতে হবে।

উল্লেখ্য, চট্টগ্রামে ডেঙ্গুতে এই বছর এ পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে এবং মোট ৩৪০ জন হসপাতালে ভর্তি হয়েছেন।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago