করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে পঞ্চম, এশিয়ায় প্রথম: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে স্বাস্থ্যমন্ত্রী ছবি: স্টার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভৌগলিক কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকা। দুর্যোগের সঙ্গে যোগ হয়েছিল করোনা ভাইরাস। তবে আমরা সফলতার সঙ্গে এসব দুর্যোগ মোকাবিলা করেছি।

তিনি বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ পৃথিবীর মধ্যে পঞ্চম এবং এশিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

আজ শনিবার মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মানিকগঞ্জের ২০০ জন করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সাড়ে ৪ হাজার করে মোট ৯ লাখ টাকা নগদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মোকাবিলায় সফলতার পেছনে রেডক্রিসেন্ট সোসাইটির বড় অবদান রয়েছে।'

আর্থিক সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমান, মানিকগঞ্জ ইউনিটের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন, নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা।

Comments

The Daily Star  | English

HC clears way for Ishraque’s oath as DSCC mayor

“If they don’t administer the oath, a contempt of court proceedings will be initiated against them"

1h ago