২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ৯.৬৬ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।
প্রতীকী ছবি। সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। গত বুধবার শনাক্তের হার ছিল ৮ দশমিক ৪১ শতাংশ এবং মঙ্গলবার শনাক্তের হার ছিল ১০ দশমিক ৫৫ শতাংশ।

গত আগস্টের শুরুর দিকে শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর ৮ সেপ্টেম্বর করোনা শনাক্তের হার বেড়ে ৭ শতাংশের ওপর উঠে। ওইদিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ।

৯ সেপ্টেম্বর শনাক্তের হার বেড়ে হয় ৮ দশমিক ৩৪ শতাংশ, ১০ সেপ্টেম্বর ৮ দশমিক ৬২ শতাংশ, ১১ সেপ্টেম্বর ৮ দশমিক ৮৭ শতাংশ ও ১২ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৯ দশমিক ২৩ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১১০ জন ঢাকা বিভাগের, ৪ জন ময়মনসিংহের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, ১১ জন রাজশাহী বিভাগের, ৪ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৭ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়।

এই সময়ে করোনা আক্রান্ত ২৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন।

Comments