২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত বেড়ে ১৫.৪২ শতাংশ

করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল সোমবার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ এবং গত রোববার শনাক্তের হার ছিল ১২ দশমিক ৯৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৬০ জন ঢাকা বিভাগের, ২১ জন ময়মনসিংহ বিভাগের, ৩৫ জন চট্টগ্রাম বিভাগের, ৪২ জন রাজশাহী বিভাগের, ২৯ জন রংপুর বিভাগের, ২৩ জন খুলনা বিভাগের, ১৮ জন বরিশাল বিভাগের ও ৯ জন সিলেট বিভাগের। রংপুর বিভাগে ২০টি নমুনা পরীক্ষা করে নতুন করে কারো করোনা শনাক্ত হয়নি।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৪১১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জন।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

1h ago