২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ২.৮৪ শতাংশ

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ১.৮৮ শতাংশ এবং রোববার শনাক্তের হার ছিল ৩.৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৯২ জন ঢাকা বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের, ১৪ জন চট্টগ্রাম বিভাগের, ৭ জন রাজশাহী বিভাগের, ১ জন খুলনা বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে কারো করোনা শনাক্ত হয়নি।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৩৬১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

7h ago