ষাটোর্ধ্বরা করোনার চতুর্থ ডোজ টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

ষাট এবং তার চেয়ে বেশি বয়সীদের করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ষাট এবং তার চেয়ে বেশি বয়সীদের করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, আমাদের স্টকে টিকা আছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। টেকনিক্যাল কমিটিও আমাদের টিকার চতুর্থ ডোজ পরিচালনা পরিকল্পনাকে সমর্থন দিয়েছে।

বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তর দেশব্যাপী কোভিড-১৯ টিকার দ্বিতীয় এবং বুস্টার ডোজসহ ১২ বছর বা তার বেশি বয়সী ৯০ লাখ মানুষকে টিকা দেওয়ার জন্য সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে।

Comments