২৪ ঘণ্টায় ২১ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৭৮ শতাংশ। তবে, গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৭৮ শতাংশ। তবে, গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ০.৬৯ শতাংশ এবং সোমবার শনাক্তের হার ছিল ০.৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের এবং ২ জন রাজশাহী বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৩৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

32m ago