২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ১৪

ছবি: রয়টার্স

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৮৩ শতাংশ। একইসময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ০.৬৩ শতাংশ এবং বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ০.৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের ও ১ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৯১১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৬০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৩০ জন।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago