বেনাপোলে ভারতফেরত কিশোরের করোনা শনাক্ত

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতফেরত ১৩ বছর বয়সী এক কিশোরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ছবি: সংগৃহীত

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতফেরত ১৩ বছর বয়সী এক কিশোরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার সন্ধ্যায় র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তবে তা নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ওই কিশোরের বাড়ি বাগেরহাট জেলার শ্রীরামপুরে বলে জানান তিনি। তাকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর শহরে নিয়ে আইসোলেশনে রাখা হয়েছে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, 'ওই কিশোর গত ৬ জানুয়ারি বেনাপোল দিয়ে কলকাতায় গিয়েছিল। রোববার সন্ধ্যায় পেট্রাপোল থেকে বেনাপোল ইমিগ্রেশনে এলে তার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয় এবং পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।'

জানতে চাইলে শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ইউসুফ আলী ডেইলি স্টারকে বলেন, 'ভারত থেকে আসা এক যাত্রীর করোনা শনাক্ত হয়েছে। তাকে যশোরে আইসোলেশনে নেওয়া হয়েছে।'

করনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ এর কারণে বেনাপোল ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

এ নিয়ে সম্প্রতি বেনাপোলে ভারতফেরত ২ যাত্রীর করোনা শনাক্ত হলো।

Comments