ডেঙ্গু: চট্টগ্রামে একদিনে ৩ জনের মৃত্যু
বুধবার চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিন জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং বেসরকারি হাসপাতালে আরেকজন রোগী মারা গেছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী।
এদের মধ্যে ৭০ বছর বয়সী খুরশিদা বেগমকে সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। হাসপাতালটির সহকারী পরিচালক শাহেদা আক্তার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত খুরশিদাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
শাহেদা আক্তার আরও জানান, বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে শিউলি রানী (৪০) নামে আরেক ডেঙ্গু রোগী মারা যান।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে দিলারা বেগম রেশমি (৫০) নামে আরেকজন ডেঙ্গু রোগী মারা যান বলে জানান সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী। ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ বছর বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট ৪০৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে উল্লেখ করে ডা. ইলিয়াস বলেন, তাদের মধ্যে বৃহস্পতিবার ১২ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১৮৪ জন পুরুষ, ১১৩ জন নারী এবং ১০৮ জন শিশু।
Comments