২৪ ঘণ্টায় ৭৫০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় আরও ৭৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭১৬ জনে।
ডেঙ্গু
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় আরও ৭৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭১৬ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ১৯২ জন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২৮ হাজার ৬৫০ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। তবে, গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

Comments

The Daily Star  | English
NBR Orders RJSC to Suspend Share Transfers of 7 Companies

NBR blocks share transfers by seven corporate giants

The NBR instructed the RJSC to immediately block any sales or transfers of shares, whether through donations or otherwise

2h ago