ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ৯২৩
গত ২৪ ঘণ্টায় আরও ৯২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯২৩ জনে। একইসময়ে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৩৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ১৭৩ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৩০ হাজার ৪২৩ জন রোগী।
চলতি বছর ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।
গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।
Comments