ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ২২৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৫২২ জনে।
ডেঙ্গুতে মৃত্যু
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৫২২ জনে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যাননি। তবে চলতি বছর ডেঙ্গুতে ২৬৬ জন মারা গেছেন, যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৭৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ৯৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৪৫৭ জন।

এ ছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫৯ হাজার ২৭৬ জন রোগী।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

Comments

The Daily Star  | English

Civil admin runs slow as top tier still jittery

The interim government is struggling to restore normalcy at the top and local administration despite being in power for more than seven weeks, leaving the implementation of government policies and service delivery in a wishy-washy state.

3h ago