সাজেকে ডায়রিয়ার প্রকোপ, ২ জনের মৃত্যু

sajek

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন।

তারা হলেন, সাজেকের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম লংথিয়ান পাড়ার গবতি বালা ত্রিপুরা ও দরুং ত্রিপুরা। 

গবতি বালা ত্রিপুরা আজ বুধবার ভোররাতে এবং দরুং ত্রিপুরা দুপুর ১টার দিকে বাড়িতে মারা যান।

৭ নম্বর ওয়ার্ডের মেম্বার বনবিহারী চাকমা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লংথিয়ান পাড়ায় ২০ জন এবং আশপাশের বিভিন্ন পাড়ায় নারী, শিশু ও বৃদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বনবিহারী চাকমা বলেন, 'গত এক সপ্তাহ ধরে সাজেকের লংথিয়ান পাড়া, অরুণ পাড়া, কাইজা পাড়া, রায়না পাড়া ও শিয়ালদহ এলাকাসহ আশপাশের কিছু এলাকায় ডাইরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। আশপাশে কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় আক্রান্তরা তান্ত্রিকের চিকিৎসা নিচ্ছেন।'

'এসব এলাকায় যাতায়াতের জন্য সড়ক ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে এতো দূর থেকে মাচালং ও উপজেলা সদর হাসপাতালে রোগী পাঠানো সম্ভব নয়। সেনাবাহিনীর সহযোগিতায় যদি হেলিকপ্টারে মেডিকেল টিম পাঠানো যায় তাহলে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব, না হয় মৃতের সংখ্যা বাড়তে পারে', যোগ করেন তিনি।

সাজেকের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার জোপুইথাং ত্রিপুরা ডেইলি স্টারকে বলেন, 'শিয়ালদহ এলাকায় ১০-১২ জন ডাইরিয়া রোগী রয়েছেন। মূলত ছড়ার পানি থেকে এই রোগ ছড়িয়েছে। ২০১৬ সালে এখানে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ৬ জন মারা যান। পরে সেনাবাহিনীর হেলিকপ্টারে মেডিকেল টিম আসার পর দীর্ঘ এক মাসের চেষ্টায় ডায়রিয়া নিয়ন্ত্রণে আসে। এবারও দ্রুত ব্যবস্থা না নিলে রোগী ও মৃতের সংখ্যা বাড়তে পারে।'

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) রুমানা আক্তার ডেইলি স্টারকে বলেন, 'এলাকাটি খুবই দুর্গম, পায়ে হাঁটা পথ ছাড়া বিকল্প নেই। মূলত খাবার পানি থেকে এই রোগ ছড়াচ্ছে। আমরা খবর পাওয়ার পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউএইচএফপিও) ডা. অরবিন্দু চাকমার সঙ্গে যোগাযোগ করে একটি মেডিক্যাল টিম পাঠানোর নির্দেশ দিয়েছি। প্রাথমিকভাবে পাশের বিজিবি বিওপি থেকে স্যালাইন সরবরাহ করা হয়েছে, তবে খুবই সীমিত।'

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অরবিন্দু চাকমা ডেইলি স্টারকে বলেন, 'ইতোমধ্যে ৪ সদস্যদের একটি মেডিক্যাল টিম প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটসহ সাজেকের উদ্দেশে রওনা হয়েছে। সাজেকের কংলাক পাড়া থেকে পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছুতে একদিন লাগবে। মেডিক্যাল টিমের সদস্যরা পৌঁছালে বিস্তারিত জানতে পারব।'

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

3h ago