ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, হাসপাতালে ভর্তি ২৪৩২

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৮৭ জন মারা গেলেন।
ডেঙ্গুতে মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। একই সময়ে আরও ২ হাজার ৪৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৮৭ জন মারা গেলেন। তাদের মধ্যে ঢাকার ৩০০ জন এবং ৮৭ জন ঢাকার বাইরের।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮২ হাজার ৫০৬ জন। তাদের মধ্যে ঢাকার ৪১ হাজার ৭০৪ জন এবং ঢাকার বাইরে ৪০ হাজার ৮০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজার ৭৬৪ জন।

 

Comments