২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজনকে শনাক্ত করা হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ। তার বয়স ৫১-৬০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২৪ ঘণ্টায় ১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ২২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫২৭ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ২৮ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২৪৯ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৭০৪ জন।
Comments