মুরগির ডিমের ডজন ১৫০, হাঁসের ডিমের ডাবল সেঞ্চুরি

সপ্তাহের ব্যবধানে ডিম দাম বেড়েছে ডজনে ১০ থেকে ২০ টাকা। ছবি: স্টার

এক সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে হাঁস ও মুরগির ডিমের দাম। প্রতি ডজন মুরগির ডিম (লাল) বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। হাঁসের ডিমের দাম ২১০ টাকা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

প্রতি ডজন মুরগির ডিমের দাম গত সপ্তাহে ছিল ১৪০ টাকা এবং হাঁসের ডিম ১৯০ টাকা।

ডিমের দাম আবারো বাড়ার কারণ জানতে চাইলে ডিম বিক্রেতা আনোয়ার আলী বলেন, 'আমাদের বেশি দামে ডিম কিনতে হয়েছে তাই দাম বাড়াতে হয়েছে।'

ডিমের সরবরাহ কম কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

কারওয়ান বাজারে গত সন্ধ্যায় ডিম কিনছিলেন বেসরকারি চাকরিজীবী লিসা আক্তার। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত সপ্তাহে ১৯০ টাকা দিয়ে ১ ডজন হাঁসের ডিম কিনেছি। আজকে ২১০ টাকায় কিনলাম। এক সপ্তাহের ব্যবধানে কী কারণে দাম বাড়লো তা জানতে চাইলে বিক্রেতা বলে, নিলে নেন, না নিলে চলে যান। বাধ্য হয়ে কিনলাম। কারণ জিনিসপত্রের দাম বাড়ার কারণে এখন আর তেমনভাবে মাছ, মাংস খেতে পারি না। ডিম দিয়েই চলতে হয়।'

তবে এক সপ্তাহের ব্যবধানের সবজির দাম অপরিবর্তিত আছে। কিছু কিছু সবজির দাম আবার কমেছে।

গতকাল প্রতি কেজি লম্বা জাতের বেগুন ৬০ টাকা ও গোল বেগুন (সাদা) বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। প্রতি কেজি করলা বিক্রি হয়েছে ৬০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ৮০ টাকা।

ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৮০ টাকা ও পাকিস্তানি মুরগি ৩২০ টাকা কেজি দরে।

কারওয়ান বাজারে প্রতি কেজি ঢেঁড়স ও পটল ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ধুন্দল, চিচিঙ্গা, কাঁকরোল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। টমেটোর কেজি ১১০ টাকা।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago